​​​​​​​ইসলামপুর মাদ্রাসা বেফাক বো‌র্ডে মেধা তা‌লিকায় ১১ জন

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৭:৩৫

ঈশ্বরগঞ্জ (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি

 

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসার বেফাক বোর্ডের ১৪৪২-৪৩ হিজরী শিক্ষাবর্ষে মেধাতালিকায় স্থান পেয়েছে ১১ জন শিক্ষার্থী

 

১৮ মে বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার মসজিদে মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন  করা হয়

 

সভাপতিত্ব রেন অত্র মাদ্রাসার রিচালনা মিটির সভাপতি  সাবেক পৌর মেয়র, মোঃ হাবিবুর রহমান

 

পুরস্কার বিতরনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ হযরত মাওলানা আব্দুল হক সাহেব তিব পেশ ইমাম বড় মসজিদ মোমেনশাহী

 

বক্তব্য রাখেনঅত্র মাদ্রাসার রিচালনা মিটির সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ  ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ফিকুল ইসলাম এবং অত্র প্রতিষ্ঠানের মোহতামিম মুফতি মাহমুদুল হক যিযী সাহেব

 

উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সহ-সভাপতি হারিছ দ্দিন, সহ সাধারন সম্পাদক পুন্নু ভুঞা, সন্মানিত সদস্য  বজলুর রহমান, এডভোকেট হাবিবুল্লাহ মিলন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ

 

মেধাতালিকায় ন্থান পাওয়া ছাত্ররা লেন, শারহুল বিকায়াহ্ বিভাগে মুহা. যুবাইর আহমদ, নাহবেমীর বিভাগে মুহা. আরমানইবতিদাইয়্যাহ বিভাগে মুহা. জাহিদুল হক, আবু সাঈদ, সাব্বির হোসেন, এনায়েতুল্লাহ, উবায়দুল্লাহ, ফি দ্দিন, মাসুদ রানা, শাহিন আলম, এবং মীযান বিভাগে মুহা মোবারক হোসেন

 

অনুষ্ঠানটি সঞ্চালনা রেন, মাওলানা মুফতী ইব্রাহীম

 

যাযাদি/এস