​​​​​​​শ্রীবরদীতে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৮:৫৪

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

 

 

শেরপুরের শ্রীবরদীতে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে খাদ্য বিভাগ শ্রীবরদীর আয়োজনে খাদ্যগুদামে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ও খাদ্যগুদাম অফিস সুত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৭৬টি চাল কল মালিকের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ১ হাজার ৬ শত ২ মে. টন চাল সংগ্রহ করা হবে। এছাড়া কৃষকদের কাছ থেক প্রতি কেজি ২৭  টাকা দরে ২ হাজার ৩ শত ৩৮ মে. টন ধান সংগ্রহ করা হবে।

 

উদ্বোধনের প্রথম দিনে মেসার্স আতিক-সীমা চাল কলের নিকট থেকে ৬ মে. টন চালের মাধ্যমে এ সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্যগুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

 

যাযাদি/এসএস