​​​​​​​খুলনায় কি‌‌শোরীকে ভারতে পাচারের মামলায় ২ জনের ফাঁ‌সি

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৮:৫৬

খুলনা অ‌ফিস

 

 

খুলনার খানজাহান আলী থানা এলাকার এক কি‌শোরী (১৭) কে ভারতে পাচা‌র ও যৗেনকর্মি হি‌সাবে বিক্রির অপরাধে ২জনকে ফাঁ‌সি‌‌তে ঝু‌লি‌‌য়ে মৃত্যুদন্ডাদেশ দি‌‌য়েছে আদালত।  আজ বুধবার (১৮ )মে খুলনার নারী ও শি‌শু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌ল ৩-এর বিচারক  আ: ছালাম খান এ রায় ঘােষণা করে‌ন। মামলার রায়ে অপর তিন আসা‌মির বিরুদ্ধে অ‌ভি‌‌য়োগ প্রমা‌নিত না হওয়ায় বেকুসুর খালাস দেওয়া হয়।

 

দন্ডপ্রাপ্ত দুই আসা‌মি শাহীন শেখ ও আসমা বেগম ওরফে সালমা সম্পর্কে স্বামী ও স্ত্রী। তারা দুজনইে পলাতক রয়ছেনে।

 

মামলার রাষ্টপক্ষে‌র কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর এক কি‌‌শোরীকে ভালো বেত‌নে চাকরির প্রলোভন দে‌খি‌য়ে শাহীন ও আসমা ভারতে নি‌য়ে যায়। সেখা‌নে টাকার বি‌নিময়ে তাকে যৌনপল্লি‌‌তে রে‌খে আসে। এরপর ভুক্তভোগীর পরিবার শাহীনকে কল দেয়। সে জানায়, ২০ হাজার টাকা দি‌লে তারা কি‌শোরীকে ফে‌রত দি‌বে।এভাবে নানা কথা বলে টালবাহানা করতে থাকে। এক র্পযায়ে ওই কি‌শোরী ফি‌রে এসে তাদের বিরদ্ধে মামলা করে, আদালতে মামলার শুনানিকা‌লে আট জনের সাক্ষ্য গ্রহণ করেন। এই মামলায় আসামি পক্ষে‌র আইনজীবী ছি‌‌লেন আলী আমরান হোসে‌ন লটিন।

 

যাযাদি/এসএস