শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​শিশুদের মেধা বিকাশ ঘটাতে বিনোদনের বিকল্প নেই : আসাদুজ্জামান নূর

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৮ মে ২০২২, ১৯:১৪

শিশুদের মেধা বিকাশ ঘটাতে বিনোদনের বিকল্প নেই শুধু পড়াশোনা নয় তাদের সুস্থ্য বিনোদনেরও ব্যবস্থা করতে হবে নীলফামারীতে বিনোদনের ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি তবে উপজেলা পরিষদ এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগ গ্রহনের ফলে শিশুরা উপকৃত হবে বুধবার বিকেলে(১৮ মে) নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেল শিশু মেলার ফলোক উম্মোচন ফিতা কেটে এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপরোক্ত কথা বলেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমূখ অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী

প্রধান অতিথি আরো বলেন, আসক্তি রোধে অবিভাবকদের সচেতন হতে হবে শুধু মাদক নয়, মাদকের চেয়ে মোবাইল এবং টেলিভিশন দেখা কোন ছোট আসক্তি নয় এর ফলে আমরা শারীরীক ভাবে যেমন ক্ষতিগ্রস্থ হই তেমনি মানসিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছি পরে শেখ রাসেল শিশু মেলা পরিদর্শন করেন তিনি

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ইং অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) ৫০ লাখ টাকা ব্যয়ে শিশুদের বিনোদনের জন্য শেখ রাসেল শিশু মেলা তৈরি হয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করা হয়

এর আগে তিনি কুন্দপুকুর ইউনিয়নের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-) এর আওতায় কুন্দপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজের ভিত্তি স্থাপন ২নং দারোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ঠ ঠিকাদার শাহ্ আনোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলসহ আরো অনেকে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে