বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​গোয়াইনঘাটে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  ১৮ মে ২০২২, ১৯:২৮

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যাকবলিত এলাকার পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাত এবং বানবাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

বুধবার বিকেলে তিনি বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করে।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার পূর্ব জাফলং ও মধ্য জাফলং ইউনিয়নের অসহায় বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান, গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে