বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​ঝিনাইগাতীতে হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধে অবহিতকরণ সভা

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ১৮ মে ২০২২, ২০:৪৩

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বুধবার মিল মালিক খাদ্য ব্যবসায়ীর হলরুমে হাঙ্গার প্রজেক্ট ইউনিসেফের আয়োজনে কোভিড-১৯ করোনা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

শেরপুর জেলার সুশাসনের জন্যে নাগরিক (সুজন) সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অবহিতকরণ সভা জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব শাহা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রজেক্ট ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী খাইরুল বাসার, জেলা সমন্বয়কারী জাহিদুল খাঁন সৌরভ, আবু সাইদ, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সদস্য আল আমিন, আরিফুল ইসলাম প্রমুখ

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি করণীয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন পেশার ৪০ জনের উপস্থিতিতে অবহিতকরণ সভাটি সঞ্চালনা করেন টিম লিডার সোহেল রানা

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে