​​​​​​​সাতক্ষীরায় বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৮ মে ২০২২, ২০:৪৪

সাতক্ষীরা প্রতিনিধি

 

 

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে

 

সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব আলী নুর খান বাবুল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন প্রমুখ

 

বক্তারা বলেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে সাতক্ষীরা জেলার নিম্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে ফসলের ক্ষেত ডুবে যায় বহু বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে জলাবদ্ধতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে ষাটের দশকে নির্মিত সাতক্ষীরা উপকূল রক্ষা বাঁধের অধিকাংশ জরাজীর্ণ হয়ে পড়ায় উপকূলের মানুষও সব সময় অনিরাপদ জীবনযাপন করে স্বাভাবিক সময়ে বেড়িবাঁধ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা থাকে না প্রাকৃতিক দুর্যোগ এলেই শুরু হয় তোড়জোড়

 

বক্তারা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ আসন্ন বর্ষা মৌসুমে সাতক্ষীরা পৌরসভাসহ সর্বত্র সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্বপ্রস্তুতির দাবি জানান পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়

 

যাযাদি/এস