বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

​​​​​​​নাচোলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনসহ জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ১৬:২৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি পরিদর্শনসহ জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান

বৃহস্পতিবার ১৯মে দুপুর ১২ টায় উপজেলা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ বিজয়ীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়

এছাড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আওতায় সিআইজি চাষীদের মাঝে মাছের খাদ্য উপকরণ বিতরণ করেন অপরদিকে পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানের আয়োজনে ৫৩ জন সমিতিভুক্ত সদস্যের মাঝে ছাগল পালন মৎস্য চাষের উপর ১৫ লাখ ৩৬ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করেন

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মোটর গ্যারেজেরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলা চত্বরে একটি বৃক্ষের চারা রোপন করা হয়

জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রিড়া চর্চা উদ্বুদ্ধকরণ শারীরিক মানসিক নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে সহিংসতা বৃদ্ধি এবং মাদকাসক্তি জঙ্গিবাদ সহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে