​​​​​​​ঝিনাইগাতীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ শুরু

প্রকাশ | ১৯ মে ২০২২, ১৯:৪০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

 

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার সকালে র‌্যালি আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সেবা সপ্তাহ শুরু হয়

 

ভূমি অফিসের নিজস্ব কার্যালয় থেকে এক বর্ণাঢ্য ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিসের গোল চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সদরের তহসিলদার মিনাল কান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, মোজাম্মেল হক, রুকনুজ্জামান, আশরাফুল ইসলাম পলাশ প্রমুখ

 

প্রধান অতিথি ফারুক আল মাসুদ শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন, বর্তমান ডিজিটাল পদ্ধতিতে জনসাধারণ ভূমি সেবা পাচ্ছে ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইনে -নামজারি, চান্দিনা ভিটার ইজারা, ভিপি লিজ নবায়ন লিজ মানি গ্রহণ করাসহ অন্যান্য সেবা সম্বন্ধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আলোচনা করেন তিনি 

 

জয়নাল আবেদীন বলেন, ‘আজ থেকে চলতি সপ্তাহ সারাদেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহ চলবে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের সকল প্রকার ভূমি সেবা নেওয়ার আহ্বান জানান তিনি।’

 

যাযাদি/এস