​​​​​​​বাঘাইছড়িতে মেয়র পদে আজিজুলের প্রার্থীতা বাতিল ঘোষণা

প্রকাশ | ১৯ মে ২০২২, ১৯:৪৫

বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি

 

 

 

আগামী  ১৫ জুন  রাঙ্গামাটির বাঘাইছড়ি  পৌরসভায় প্রথমবারের মতো  ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হবে।  এই নির্বাচনে মেয়র পদে ০৩ জন, সাধারণ কাউন্সিলর পার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৯ মে) মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র  মেয়র প্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা  নিশ্চিত করেছে খাগড়াছড়ি জেলা রির্টারিং কর্মকর্তা মোঃ সাইদুর রহমান।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়  বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে  মেয়র পদে ০৩ জন মনোনয়ন পত্র জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক  নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোঃ জমির হোসেন, স্বতন্ত্র মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত ও বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক   মোঃরহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দেন।

 

 

এই পৌরসভায় মোট ভোটার ১১,১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন, হিজড়া ভোটার নেই। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩ টি। মোট ভোট কেন্দ্র ০৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ০৫ টি বলে জানা যায়।দায়দায়িত্ব জেলাকে নিতে হবে।

 

উল্লেখ্য আগামী ১৭ই মে মনোনয়ন দাখিল, ১৯ মে মনোনয়ন পত্র বাছাই, ২০ বা ২২ মে আপিল দায়ের, ২৩ বা ২৫ মে আপিল নিষ্পত্তি, ২৬ মে মনোনয়ন  প্রত্যাহার,২৭ মে প্রতিক বরাদ্ধ, ১৫ জুন বুধবার ভোট গ্রহন।

 

 

যাযাদি / এসএস