খুলনা জেলার পাইকগাছা উপজেলার বৃহত্তম ইউনিয়ন খ্যাত চাঁদখালী ইউপি'র চাঁদখালী কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম খোকন।
কমিটির সাধারণ শিক্ষক সদস্য মোঃ নুরুজ্জামান, অভিভাবক সদস্য মোঃ মোক্তাদুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন চাঁদখালী কলেজের অধ্যক্ষ অন্নদা শংকর মন্ডল।
এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি যুবলীগনেতা আব্দুল হালিম খোকন বলেন, নতুন কার্যকরী কমিটিকে নিয়ে চাঁদখালী কলেজের সার্বিক উন্নয়ন এবং লেখাপড়ার মানোন্নয়নের জন্য কাজ করবো। এডহক কমিটির সভাপতি আব্দুল হালিম খোকন সহ কমিটির সকল নেতৃবৃন্দ খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চাঁদখালী কলেজের নব-নির্বাচিত সভাপতি বর্তমানে চাঁদখালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি, কাওয়ালী দাখিল মাদ্রাসার সভাপতি ও গড়েরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd