​​​​​​​সাপাহারে খাড়ির ওপর ব্রিজ নাই : দুর্ভোগ

প্রকাশ | ১৯ মে ২০২২, ২০:৩৩

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর সাপাহার উপজেলার পূর্ব কলমুডাঙ্গা গ্রামের মাহিল বিলের মুখে অবস্থিত খাড়ির ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় ফসল আনা-নেওয়ায় এলাকার কৃষক, জনতাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

 

এলাকার ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম, সাইফুল, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম জানান, প্রতি বছর জবাই বিলের দক্ষিণ অংশের মাহিল বিলের ধারে প্রায় পাঁচ-ছয়শ বিঘা জমিতে রবিশস্যÑ গম, সরিষা, ডাল বোরো ধান চাষাবাদ করা হয়ে থাকে বিলের ধারের ওই জমিগুলো চাষাবাদ করতে হলে পাওয়ার টিলার কিংবা হাল গরু অন্যান্য কৃষি উপকরণ সেখানে নিয়ে যেতে ছোট একটি খাড়ি পার হতে হয়

 

পানিভর্তি গভীর খাড়ি সাঁতার দিয়ে অথবা নৌকায় করে কৃষকদের পারাপার হতে হয় ওই এলাকার কৃষকদের বছরের পর বছর ধরে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সেখানে ফসলাদি উৎপাদন করতে হয় বিশেষ করে প্রতি বছর উৎপাদিত বোরো ফসল ঘরে তোলার সময় কৃষকদের খাড়ি পারাপারে দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায় আকাশে মেঘের ঘনঘটায় বিলের নিচু জমির ফসল নিয়ে তাদেরকে আতঙ্কে দিন কাটাতে হয় একটু বৃষ্টি হলেই জমির ধান বিলের পানিতে তলিয়ে যেতে পারে তাই পাকা আধাপাকা ধান কেটে নিয়ে কৃষক ঘরে তুলতে মরিয়া হয়ে ওঠে ওই বিলের পাড় থেকে জমির ধান ঘরে তোলার অন্য কোনো পথ নেই তাই ধান কেটে জমিতেই গাদা করে রাখতে হয় চলমান দুরবস্থা থেকে কিছুটা নিস্তার পেতে স্থানীয় কৃষকরা খাড়ির তলায় মাটি ইট-সুরকি ভরাট করে অস্থায়ী বাঁধ দিয়ে সেখানে রাস্তা তৈরি করে তার ওপর দিয়ে তারা ধান বোঝাই ট্্রাক্টর গরু মহিষের গাড়ি পারাপার করে থাকেন এজন্য প্রতি বছর কৃষকদের মাত্র কয়েক দিনের জন্য বেশ কিছু অর্থ সময় ব্যয় করতে হয়

 

আবার নিজ খরচে কাজ শেষে বাঁধের মাটি সরিয়ে খাড়ির পানি প্রবাহ নিশ্চিত করে দিতে হয় এসব করতে এলাকার সাধারণ কৃষকদের চরম দুরবস্থায় দিনাতিপাত করতে হয় কৃষকদের দুর্ভোগের স্থায়ী সমাধান হিসেবে উক্ত খাড়ির ওপর একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল

 

যাযাদি/এস