​​​​​​​চুয়াডাঙ্গায় জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

প্রকাশ | ১৯ মে ২০২২, ২১:০৭

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

 

চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বৃহ¯পতিবার দুপুর দুইটায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় মিলনায়তনে পুরষ্কার বিতরণ করা হয় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কোরআন, হাদীস ইসলামিক সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে শিক্ষার্থীরা বিকশিত হবে ইসলামের সুমহান আদর্শ সংস্কৃতি প্রচার প্রকাশে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে মানবজাতির মধ্যে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে নিজেদের ইসলামী কর্মকান্ডে বেশি করে যুক্ত করতে হবে সংস্কৃতি মানুষের মনকে পরিশীলিত করে, ধর্মে প্রতি অনুরাগ বাড়ায় এবং মহানবী (সা.) এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন, ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান প্রমুখ

 

যাযাদি/এস