​​​​​​​বারহাট্টায় বিষ প্রয়োগে হাঁস নিধন

প্রকাশ | ১৯ মে ২০২২, ২১:১৫

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

 

 

নেত্রকোনা বারহাট্টায়  সিদ্দিক মিয়ার খামারের ৯৮৩টি  হাঁস বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিক মিয়া হরিয়াতলা গ্রামের মৃত লালু  হোসেনের ছেলে বৃহস্পতিবার  খামারের মালিক সিদ্দিক মিয়া ব্যাপারে বারহাট্টা থানায় বাচ্চু মিয়ার ছেলে এনামুল, নাজমুল তাজমুলের বিরুদ্ধে  লিখিত অভিযোগ করেন

 

পুলিশ অভিযোগকারী সূত্রে জানা যায়, হরিয়াতলা গ্রামের সিদ্দিক মিয়ার একটি হাসের খামার রয়েছে প্রতিদিন তিনি বাড়ির পাশের জমিতে হাঁস চড়াতেন বৃহস্পতিবার খাদ্য খাওয়ানোর জন্যে হাঁসের খামারটি নিয়ে পাশের জমিতে যান পূর্ব শত্রুতার জের ধরে ১নং বাউসী ইউনিয়নের হারুলিয়া গ্রামের এনামুল, নাজমুল তাজমুল একটি ক্ষেতে বিষ প্রয়োগ করে রাখে সিদ্দিক মিয়ার হাসের খামারটি বিষ প্রয়োগ করে রাখা ক্ষেতে প্রবেশ করে খাদ্য খাইলে তার খামারের ৯৮৩ হাস অল্প সময়ের মধ্যে মারা যায়

 

খামারি সিদ্দিকুর মিয়ার অভিযোগে জানান, এনামুলগংরা দীর্ঘদিন ধরে তাঁর খামারে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল অবস্থায় এনামুলগংরা বৃহস্পতিবার  সকালে কোনো এক সময় বাড়ীর পাশের  জমির পানিতে বিষ দিয়ে রাখেন খামারের মালিক সিদ্দিক মিয়া জানান তাদের বিষ প্রয়োগের কারণেই  ৯৮৩টি হাঁস মারা গেছে

 

আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান  জানান, হারুলিয়া গ্রামে হাঁস নিধনের ঘটনাটি শুনে ঘটনাস্থলে গিয়ে হাঁস মরে যাওয়ার বিষয়টি দেখেছি

 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক  জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

 

যাযাদি/এস