মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​​​​​​​পূর্বধলায় পোনা মাছ ও ডিমওয়ালা মাছ নিধনকারী চায়না জাল জব্দ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৯ মে ২০২২, ২১:৪২

নেত্রকোনার পূর্বধলায় আজ বৃহস্পতিবার উপজেলার কংশ নদীতে বিশেষ অভিযান চালিয়ে পোনা মাছ ডিমওয়ালা মাছ নিধনকারী চায়না জাল জব্দ করা হয়েছে সময় জব্দকৃত ১৮০০মিটার পোনা মাছ ডিমওয়ালা মাছ নিধনকারী চায়না জাল এলাকাবাসীর সামনে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম সাথে ছিলেন পূর্বধলা থানার এস আই আমিনুল ইসলামসহ পুলিশ আনসার সদস্যবৃন্দ

জানা গেছে বতর্মান বর্ষা শুরুর মওসুমে উপজেলার কংশ নদীসহ অন্যান্য নদী, খাল জলাশয়ে প্রতিদিন অবৈধভাবে পোনা মাছ ডিমওয়ালা মাছ ধরে আসছিল মাছ শিকারীরা মাছ ধরতে তারা চায়না থেকে আমদানীকৃত লম্বা জালের ফাঁদ ব্যবহার করে থাকে এই ফাঁদে ছোট ছোট পোনা মাছসহ ডিমওয়ালা মাছও আটকা পড়ে এতে করে মাছের বংশ বৃদ্ধি মাছ বেড়ে উঠার সুযোগ ব্যহত হচ্ছে এমন খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম জানান আজকের অভিযানে ১৮০০মিটার চায়না জাল জব্দ করে এলাকাবাসীর সামনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা হবে বর্তমান বর্ষা শুরুর মওসুমে বৃষ্টির পানিতে সাধারনত ডিমওয়ালা মাছ ডিম ছাড়ে এসব পোনা মাছ ডিমওয়ালা মাছের অভয়াশ্রম নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে