শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ চুরির দায়ে জরিমানা

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২০ মে ২০২২, ১৫:৩৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রিকসা গ্যারেজ মালিকসহ মিটার গ্রাহককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি - এর আড়াইহাজার জোনাল অফিস জরিমানা আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে অবৈধ ভাবে চুরি করে বিদ্যুৎ ব্যবহার এবং আবাসিক মিটার থেকে সাইড কানেকশন নিয়ে রিকসা চার্জ দিতে গিয়ে মিটার পুড়ে যাওয়ায় জরিমানা করা হয়

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজার এলাকায় খন্দকার কলাগাছিয়ার মৃত হাসান প্রধানের ছেলে মিছির আলীর ঘর ভাড়া নিয়ে রিকসার গ্যারেজ চালাচ্ছে নয়াপাড়া গ্রামের মৃত মুতি মুন্সির ছেলে শাহ আলম তিনি ওই গ্যারেজে নামে বে নামে ৩টি বৈদ্যুতিক মিটার দ্বারা ৫০-৬০ টি বেটারী চালিত রিকসা চার্জ দিয়ে থাকেন

ক্ষেত্রে তিনি চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন বলেও অভিযোগ উঠেছে সম্প্রতি তার মিটার নষ্ট হয়ে যাওয়ায় তিনি ঘর মালিক মিছির আলীর বাড়ীর আবাসিক মিটার থেকে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সাইড কানেকশন নিয়ে রিকসা গুলো চার্জ দিচ্ছিলেন অবস্থায় লোড কুলাতে না পেরে সম্প্রতি ওই আবাসিক মিটারটি পুড়ে যায় সংবাদ পেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা সম্পর্কে অফিসে রিপোর্ট প্রদান করেন ওই রিপোর্টের ভিত্তিতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি - এর আড়াইহাজার জোনাল অফিস বৃহষ্পতিবার মিটার মালিক মিছির আলী কে ৮৫ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেয় পরে স্থানীয় মাতাব্বরগণ এক বৈঠকে বসে অপরাধ যেহেতু গ্যারেজ মালিক শাহ আলম করেছে সেহেতু শাহ আলমের উপর ওই জরিমানার টাকার দুই তৃতীয়াংশ পরিশোধ করার দায়ভার বহন করার সিদ্ধান্ত দেন

ব্যাপারে বৃহষ্পতিবার রাতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি- এর আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম মোঃ আসাদুজ্জামান কে মোবাইল ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ডকুমন্টেস না দেখে বিস্তারিত বলা যাবেনা তিনি অফিস আওয়ারে যোগাযোগ করার কথা প্রতিনিধিকে বলেন

অপর দিকে শুক্রবার সকালে ওই অফিসের বিলিং সুপারভাইজার সুফিয়া আক্তারকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে কোন অপরাধের জন্য শাস্তি বা জরিমানা অফিসকে গ্রাহকের নামেই করতে হয় তবে যদি ক্ষেত্রে অপর কেউ দায়ি হয় সেটা স্থানীয় মাতাব্বরগণ নিরুপণ করবেন

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে