ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে থাকা নূরুল ইসলাম-(৩৮) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জেলা কারাগারের জেলার মোঃ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত নূরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি একটি মাদক মামলায় সাজা ভোগ করছিলেন।জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়ে গত ১১ মে নূরুল ইসলাম কারাগারে আসেন। শুক্রবার সকালে হঠাৎ তিনি অসুস্থ্যবোধ করার পর তাকে কারাগারের হাসপাতালে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কয়েদি মারা যান বলে ধারনা করছেন জেলার মোঃ দিদারুল আলম।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রানা নুরুস শামস্ কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, সকালে ওই কয়েদিকে হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষনা করা হয়। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd