​​​​​​​নোয়াখালীতে দেড়শ বছরের পুরোনো পুকুর ভরাট, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২০ মে ২০২২, ১৬:৫১

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

 

 

নোয়াখালী পৌরসভার সোনাপুরে দেড়শ বছরের পুরোনো একটি পুকুরে রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা চলছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি ভরাট করে একদল লোক সেখানে ডেভলেপার কোম্পানীর মাধ্যমে বহুতল ভবন নির্মাণের চেষ্টা চলাচ্ছে

 

পুকুরটি রক্ষা করা না গেলে পরিবেশ জনজীবনে এর বিরূপ প্রভাব পড়বে বলে আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা সোনাপু টুকু বক্শি মসজিদ পুকুর নামে পরিচিত ঐহিত্যবাহী পুকুরটি রক্ষার দাবিতে মানববন্ধন সমাবেশ করছেন স্থানীয় বাসিন্দারা

 

শুক্রবার সকালে সোনাপুর-মাইজদী সড়কের সোনাপুর জিরো পয়েন্টে সোনাপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে আধাঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে স্থানীয় বাসিন্দা সোনাপুর বাজারের ব্যবসায়ীরা অংশগহণ করেন

 

সময় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিবেশ সংরক্ষণ আইন জলাধার সংরক্ষণ আইন লংঘন করে কিছু লোক রাতের অন্ধকারে প্রায় দেড়শ বছরের পুরোনো পুকুরটি ভরাট করছে তারা ডেভলেপার কোম্পানীর মাধ্যমে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে চায়, যা পরিবেশের জন্য মরাত্মক হুমকি

 

এতে করে মসজিদের মুসল্লীরা অযু করতে পারবে না এছাড়া ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে কখনও আগুন লাগলে তা নেভানোর জন্য আশপাশের কোথাও পানি পাওয়া যাবে না এতে বাজারের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে শেষ হয়ে যাবে

 

বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে সমাবেশে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা পুকুরটি ভরাট বন্ধ করে পুনঃখননের দাবি জানান তারা

 

সমাবেশে বক্তব্য রাখেন টুকু বকশী মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সামছুল ফারুক, আহসান উল্যাহ মন্টুসহ স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসী

 

ব্যাপার জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান জানান, যদিও পুকুরটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি তবুও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

 

যাযাদি/এসএইচ