বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরশুরামে ৩টি বসতঘর  আগুনে পুড়ে  ছাই

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৩ মে ২০২২, ১১:৪১

ফেনীর পরশুরামে চিথলিয়া ইউনিয়ন এর মধ্যম চন্দনা গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবার গুলি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম চন্দনা গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন পরশুরাম ফায়ার সার্ভিস অফিসকে জানালে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসী জানান রোববার সন্ধ্যায় মধ্যম চন্দনার সাহেদ মিয়ার বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে একে একে মো. সাহেদ, মন্টু মিয়া, মো. বলন মিয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ঘরের আসবাবপত্র, মুল্যবান জিনিসপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়।

চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, চন্দনা গ্রামের সাহেদ মিয়ার ঘরের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি পরিবারের আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকালে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

যাযাদি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে