নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকিয়ায় বাধা দেয়ায় পিতা মাতার উপর অভিমান করে রুনা আক্তার (১৮) নামে এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি সোমবার সকালে ঘটেছে উপজেলার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামে।
নিহতের প্রতিবেশিরা জানায়, ওই গ্রামের আঃ করিমের মেয়ে রুনা আক্তার (১৮) এর গত ৬ মাস আগে একই ইউনিয়নের খাগকান্দা কাজীবাড়ীর আঃ অদুদের ছেলে রাসেলের সঙ্গে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই রুনা পিত্রালয়ে এলে আর স্বামীর বাড়ীতে যেতে চায়না। পরিবারের লোকজন জানতে পারে যে, একই গ্রামের জামালের ছেলে রাব্বির সঙ্গে রুনা পরকিয়ায় জড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে রুনা পিত্রালয়ে বেড়াতে এসে আর স্বামীর বাড়ীতে যেতে চাইছিল না। তাকে রাব্বির পরকিয়া থেকে সরে এসে স্বামীর সংসার করার জন্য পিতা-মাতা চাপ দিলে সোমবার সকাল অনুমান ১০টায় সে তার পিত্রালয়ে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd