বিএমপি পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ | ২৩ মে ২০২২, ১৯:৪৬

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এর সঞ্চালনায় সভায় উপ-পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, খান মুহাম্মদ আবু নাসের ও মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ, র্যাব, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ ও শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধিসহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে করনীয় কর্মসূচী নিয়ে সভায় আলোচনা হয়।
যাযাদি/এস