সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন ও রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাবসহ উপজেলার অন্যান্য ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জনপ্রতিনিধিরা গত বন্যায় তাদের নিজ নিজ ইউনিয়নের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরলে বন্যা পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও গৃহীত হয়।
যাযাদি/এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd