মধু মাসের আগমনে সুস্বাদু আর রসালো বিভিন্ন ফলে সেজেছে আলীকদমে স্থানীয় বাজার গুলোতে। বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসেই সুস্বাদু সব ফলে আলীকদম বাজার সয়লাব। সারা বছরের তুলনায় এমাসেই বাজারে সবচেয়ে বেশি ফল পাওয়া যাচ্ছে । স্থানীয়রা এর একচেটিয় ক্রেতা ও বিক্রেতা।
আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তরমুজ, আনারস নানা রসালো সব ফল বিক্রি হচ্ছে বাজারে। লিচু ও দেশি আমে দখল করেছে স্থানীয় বাজার। পাহাড়ি আম্রপালি, রোয়াইংগা আম এখনো বাজারে আসেনি তাছাড়া দেশের নানা প্রান্ত থেকে আম সরবরাহ কম হওয়ায় ও নানা জাতের আম এখনো বাজারে না আসায় দেশি আম বিক্রেতারা স্বস্তিতে রয়েছে। স্থানীয় লিচু বিক্রী বেড়েছে বাজারে তবে হাইব্রিট চাইনা-৩ লিচু আস্তে আস্তে বাজার দখল করা শুরু করলে দেশি লিচু বিক্রিতে ভাটা পড়বে বলে মনে করছে ব্যবসায়ীরা।
আলীকদমে সংরক্ষিত বনাঞ্চলে প্রচুর পরিমানে আম্রপালি ও রোয়াইংগা আমের বাগান রয়েছে। এসব বাগানে সরজমিনে গিয়ে দেখা যায় আমের ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। এসব আম বাজারে আসতে আরো কমপক্ষে ১ মাস লাগবে বলে জানান বাগানিরা। তবে বারাবর কালবৈশাখির হানা ও ভারি বৃষ্টি পাতে দেখা দিলে ক্ষতির শঙ্কা দেখছে আম চাষিরা। অন্যদিকে দেশি লিচু মৌসুম প্রায় শেষ হওয়ায় তাদের শঙ্কা কেটেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বাজারেই গ্রীষ্মকালীন মৌসুমী ফলের সমারোহ। এসব ফলের মধ্যে রয়েছে লিচু, কাঁঠাল, আম, তালের শ্বাস, আনারস ইত্যাদি। এছাড়া মৌসুম শেষ হওয়ায় বিদায়ের পথে থাকা বেল, বাঙ্গি ও তরমুজের মতো ফলও দেখা যাচ্ছে বাজারগুলোতে। এসব ফলের গন্ধ সুবাস ছড়াচ্ছে প্রতিটি বাজারে। গ্রীষ্মকালীন মৌসুমী ফলের মধ্যে বর্তমানে বাজারে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে লিচু ও দেশি আম। এছাড়া পাড়ায় পাড়ায় ভ্যানে করে মৌসুমী ফল বিক্রি হচ্ছে। বাজার থেকে কিছুটা কম দামেই ফল বিক্রি হচ্ছে ভ্যানের ভ্রাম্যমাণ দোকানগুলোতে।
আলীকদম বাজারে দেখা গেছে, স্থানীয় বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন ফল বিক্রিতে। তারা মূলদোকানের সামনের অংশে মৌসুমী ফল রেখে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এ বাজারে বেশি বিক্রি হচ্ছে লিচু , আম, তরমুজ, আনারস। তবে হাইব্রিট লিচু পুরোদমে পরিপক্ক হলেও নানা জাতের আম মাত্র আসতে শুরু করেছে বাজারে। ব্যবসায়ীদের প্রত্যাশা, আগামী সপ্তাহের মধ্যেই ফল বাজারের বেশির ভাগ অংশ থাকবে মিষ্টি ও রসালো আমের দখলে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লিচু। প্রকার ভেদে প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে দেড়শ’ থেকে আড়াইশ টাকায়। তিনি বলেন, দেশি আম বিক্রীতে লাভ পাওয়া যায় বেশি, পরিবহণ খরচ কম ও বেশি সংরক্ষণ করতে হয়না । নিয়মিত বৃষ্টি হওয়ায় একটু দাম পড়তি রয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd