টেকনাফ উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৪ মে ২০২২, ১৮:০৭

টেকনাফ প্রতিনিধি

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৩৭তম মাসিক সাধারণ সভা মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক সাধারণ সভার সদস্য সচিব (ইউএনও) কায়সার খসরু'র পরিচালনায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায়, টেকনাফ উপজেলার পরিষদের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সময়ে শেষ করা বিষয়ে উপজেলা প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পরামর্শ দেওয়ার হয়। এ সময় ২০২১-২০২২ অর্থ বছরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কতৃক বিনামূল্যে প্রদানকৃত টেকনাফ সাবরাং ইউনিয়নে বরাদ্দকৃত ১২ নলকূপ ও গভীর নলকূপের বিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন অনিয়ম-দূনিতি ঢিলেঢালা ভাবে নলকূপ স্থাপন বিষয়ে অভিযোগ তোলেন। এ বিষয়ে সাধারণ সভার সভাপতি ও সদস্য সচিব দ্রুত সময়ের মধ্যে উক্ত নলকূপ গুলো বসানোর নির্দেশ ও উপজেলার বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট নিরসন, সেন্টমার্টিন জেটি সংস্থার সহ ইত্যাদি বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ের স্ব-স্ব কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী, উপজেলা কৃষি অফিসার ডঃ ভব সিন্ধু রায়। সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রনয় রুদ্র সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, সদর জিয়াউর রহমান, বাহারছড়া আমজাদ হোসেন খোকন সহ উপজেলার স্ব-স্ব দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

 

যাযাদি/এসএস