মনোহরগঞ্জে তাঁতশিল্পপল্লির সদস্যদের জীবিকায়নে ঋণ বিতরণ  

প্রকাশ | ২৪ মে ২০২২, ২২:০৬

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

 

 

কুমিল্লার মনোহরগঞ্জে তাঁতশিল্পপল্লির সদস্যদের জীবিকায়নে ঋণ বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা ঋণ প্যাকেজের আওতায় কোভিড-১৯ ঋণ তহবিল হতে ঋণ বিতরণ করা হয় উপজেলা প্রশাসন উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজন করে

 

সময় উপজেলার ৪৬ জন তাঁতশিল্পপল্লির সদস্যদের প্রায় ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয় ঋণের টাকা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তাঁতশিল্পপল্লির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বোর্ড কুমিল্লার উপ-পরিচালক জোবেদা আক্তার, উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন অন্যদের মাঝে রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক

 

যাযাদি/এস