নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা

প্রকাশ | ২৫ মে ২০২২, ১৭:৩৫

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনার জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহায়তায় বুধবার সার্কিট হাউস মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেনের সঞ্চালনায় সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তৃতা করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়

 

    কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আনসার ভিডিপির কমান্ডান্ট মোহাম্মদ আবদুস সামাদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, প্যানেল মেয়র- এস.এম মহসিন আলম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, সাংবাদিক খলিলুর রহমান শেখচন্দন চক্রবর্তী, কামাল হোসাইন, শিমুল মিলকী, পল্লব চক্রবর্তী, আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের ১০০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন

 

যাযাদি/ এস