ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে পালানোর সময় মোঃ উজ্জ্বল মিয়া নামে এক যুবককে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আটক উজ্জ্বল মিয়া আখাউড়া পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উজ্জ্বল মিয়া আখাউড়া রেলওয়ে স্টেশন মসজিদের সামনে রাখা একটি নতুন ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে।
পরে তাকে পিটুনি নিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। পরে জিআরপি এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ মামুন বলেন, ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন উজ্জ্বল মিয়াকে আটক করে আমাদের কাছে তুলে দেয়। পরে আমরা তাকে জিআরপির হাতে তুলে দেই।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd