জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ দিনাজপুর জেলায় কারিগরী পর্যায়ে পার্বতীপুর উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই উপজেলার কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহছান হাবীব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের শিক্ষক পবন কুমার সরকার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জেলায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ মনজুর মোরশেদ। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পার্বতীপুরের ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ/২২ এ উপজেলা পর্যায়ে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ হলেন।
যাযাদি / এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd