নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় চাপড়া সরমজানি ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুন্দুপুকুর ইউনিয়ন ফুটবল দল।
বুধবার বিকেলে খেলা শেষে বিজয়ী ও রানার আপের হাতে ট্রফি তুলে দেন অনুষ্টানের অতিথিবৃন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মুক্তারুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী,
খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমূখ।
যাযাদি / এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd