ফেনীর দাগনভূইয়ার মাতুভুইয়া ইউপির মোমারিজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে নিজ বাড়ির পাশের একটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।
মৃতের নাম মাহিম, সে ৭নং মাতুভূঞা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুকের বাড়ির মোঃ মিজানের ছেলে। এলাকাবাসী বলছে এটি আত্মহত্যা।
মাহিমের তার ক্লাসের সহপাঠী এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। পরে বিষয়টি জানাজানি হলে তার পিতা তাকে শাসন করে। এতে মাহিম সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে জানিয়েছে এলাকাবাসী।
দাগনভুইয়া থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে ফোর্স নিয়ে যাচ্ছেন।
যাযাদি / এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd