মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ৪ মোটরসাইকেল চোর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  ২৫ মে ২০২২, ২০:১৩

সিসি ক্যামেরা ফুটেজ দেখে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পুর্ব থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলো, সুমন আহাম্মেদ (২২), আল আমিন (২৭), মোঃ আলীম (৩০) ইসমাইল হোসেন(২৪)

সোমবার রাতে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এসময় তাদের কাছ থেকে টি মোটর সাইকেল উদ্ধার করা হয়

বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ তিনি জানান, একটি মামলার সূত্র ধরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে এরই ধারাবাহিকতায় চোরাই মোটরসাইকেল উদ্ধার চোরদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে গাজীপুরের সুমন আহাম্মেদের কাছ থেকে একটি চোরাই জারা কোম্পানীর মোটর সাইকেলসহ আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা স্বীকার করে এবং মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সন্ধান দেয় তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে চোরাই মোটর সাইকেলসহ মো. আবুল কালামকে আটক করা হয় তার কাছ থেকে ১টি এপাছি আরটিআর মোটর সাইকেল জব্দ করা হয়

ওসি জাবেদ মাসুদ আরো জানান, মো. আবুল কালামকে জিজ্ঞাসাবাদে জানায়, তাদের সিন্ডিকেটের সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায এলাকায় রয়েছে তার কাছ থেকে পালর্সার মোটর সাইকেলসহ আটক করা হয় এরপর নরসিংদী জেলা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয় বুধবার সকালে তাদের গাজীপুর সদর কারাগারে পাঠানো হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই জানায়, ঢাকা, গাজীপুর আশপাশ এলাকা হতে মোটর সাইকেল চুরি করে তাদের সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী নেত্রকোনাসহ সীমান্ত এলাকায় বিক্রি করে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে