বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্য প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছে: ববি ভিসি

ব‌রিশাল অ‌ফিস
  ২৫ মে ২০২২, ২১:০৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর .মোঃ সাদেকুল আরেফিন বলেছেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পৃষ্টপোশকতার জন্য আজ আমাদের প্রতিবন্ধীরা যেমন সুনাম অর্জন করছেন তেমনি তারা নিজেরা বিশেষ দক্ষতা দেখিয়ে এগিয়ে যাচ্ছে

দেশের জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ প্রতিবন্ধী রয়েছে এখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা, আবাসনের মত সমস্যা কমিয়ে আনা গেলে ততই দেশ আরো এগিয়ে যাবে সরকার ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের জন্য একটি সু-রক্ষা আইন করে দেওয়ার পাশাপাশি তাদের সু-রক্ষার জন্য বিশেষ গুরুত্ব সামাজিক নিরাপত্তা দেওয়া হয়েছে প্রতিবন্ধীদেরকে শিক্ষা,কর্মসংস্থান অর্থনৈতিকভাবে স্বাবলম্বি নিশ্চিত করা গেলে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার সেই স্বপ্ন গড়ে উঠবে বুধবার (২৫ মে) নগরীর বৈদ্যপাড়া রোডস্থ বরিশাল বিভাগীয় সরকারী গ্রহন্থাগার মিলনায়তন সভা কক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যলয়ের আয়োজনে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন

কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ জসীম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বজ্রমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর . গোলাম কিবরিয়া, বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগ প্রধান ডাঃ এম, আর তালুকদার মুজিব, বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন

সেমিনারে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা ছাড়াও প্রতিবন্ধী অভিভাবক সহ দেড় শতাধিক সদস্য অংশ গ্রহন করে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে