মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বপ্নের নতুন ঠিকানা রংপুর ইপিজেড

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
  ৩০ মে ২০২২, ১২:৩০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ারংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতেরংপুর ইপিজেডস্থাপনের কার্যক্রম শুরু হওয়ায় খুশী স্থানীয়রা

মঙ্গাপীড়িত উত্তর জনপদের লক্ষ লক্ষ প্রান্তিক মানুষের কাছে যেন এক নতুন স্বপ্নের ঠিকানা সম্প্রতি সাইনবোর্ড টানানোর মাধ্যমে দেশের ১০ম ইপিজেড হিসেবে রংপুর ইপিজেড এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে স্থানীয়দের খুশীর পরিমাণ আরো বেড়েছে এই ইপিজেড বাস্তবায়ন হলে এলাকার সাঁওতাল সম্প্রদায়সহ জেলার প্রায় ২লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে স্বপ্ন দেখছেন এখানকার সকল পেশার মানুষ

গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে মাত্র কিলোমিটার দূরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশেই বন্যামুক্ত উঁচু জমিতে এই ইপিজেড স্থাপন করা হচ্ছে এই ইপিজেড থেকে ৩২ কিলোমিটার দুরে হিলি স্থলবন্দর আর ৭০কিলোমিটার দুরে সৈয়দপুর এবং ৩৪ কিলোমিটার দুরে সম্প্রসারণাধীন বগুড়া বিমান বন্দরের অবস্থান এছাড়াও প্রস্তাবিত ইপিজেড থেকে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনের দুরত্ব ১৭ গাইবান্ধা রেলস্টেশনের দুরত্ব ৩২ কিলোমিটার এবং ঢাকা-রংপুর মহাসড়কের দুরত্ব মাত্র কিলোমিটার যে কারণে যোগাযোগ মালামাল সরবরাহ এবং পরিবহনের ক্ষেত্রে এই ইপিজেড অত্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকায় বেপজা এই স্থান নির্বাচনে অত্যন্ত গুরুত্ব দিয়েছে

শিল্পমন্ত্রণালয়ে প্রেরিত রংপুর চিনিকল উপজেলা প্রশাসনের এক প্রতিবেদনে জানা গেছে, রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ খামারটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় সে সময় উপজেলার সাপমারা ইউনিয়নের ১৯/৫৪-৫৫ এল কেস নং মোতাবেক নরেঙ্গবাদ মৌজার ১১৯ জেএল নন্বরে সাঁওতালদের ২১৬ একর ৭৭ শতক এবং অন্যানদের ৫৬৬ একর শতক, ২৮/৫৪-৫৫ এল কেস নং মোতাবেক চকরহিমাপুর মৌজার ১১৪ জেএল নম্বরে সাঁওতালদের ১শ শতক অন্যান্যদের ৪৯ একর ৮৫ শতক , ২৯/৫৪-৫৫ এলএ কেস নং মোতাবেক রামপুর মৌজার ১১২ জেএল কেস নম্বরে সাঁওতালদের ৫০ একর ১৬ শতক অন্যান্যদের ২শ ৬০ একর ১৭ শতক, ৩০/৫৪- এল কেস নং মোতাবেক সাপমারা মৌজার ১১৩ জেএল নম্বরে সাঁওতালদের ৫০একর শতক অন্যান্যদের ২শ ১৩ একর শতক, ৫২/৫৪-৫৫ এলএ কেস নং মোতাবেক মাদারপুর মৌজার ১২০ জেএল নম্বরে সাঁওতালদের ১শ ৫৮ একর ৪৪ শতক অন্যানদের ৩শ ৩৬ একর ১৬ শতক জমি এলএ কেসের মাধ্যমে অধিগ্রহণ ডিড অব এগ্রিমেন্ট দলিল মুলে সাহেবগঞ্জ ইক্ষু খামারটি প্রতিষ্ঠা করা হয় যার মোট জমির পরিমাণ হাজার ৮শ৪২ একর খামারটি প্রতিষ্ঠিত হওয়ার পর বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত প্রতি বছর মাড়াই মৌমুমে কাঁচামাল হিসেবে এখানকার উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হতো বর্তমানে চিনিকলটির উৎপাদন বন্ধ থাকায় সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার পরিত্যক্ত হয়ে পড়ে

সরকার রুগ্ন শিল্প প্রতিষ্ঠান সচল করার অংশ হিসেবে বন্ধ হওয়া ইক্ষু খামারের ৪৫০ একর জমিতে ইপিজেড স্থাপন করে বিকল্প ব্যবস্থায় কর্মসংস্থানের উদ্যোগের নেয় এর অংশ হিসেবে ২০১৯ সালের ১৩ নভেম্বর মাননীয় প্রধান মন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত বেপজা গভর্নর বোর্ডের ৩৪ তম সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১হাজার ৮শ ৩২ একর জমিতেরংপুর রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা’ (আরইপিজেড) স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে সে মোতাবেক শিল্পমন্ত্রণালয় জমি বেপজার অনুকুলে হস্তান্তরের নির্দেশনা দেয় ওই সিদ্ধান্ত বাস্তবায়নে নিমিত্তে তপশীলি জমির বাজার মূল্য ২০২০ সালের ২৫ জুলাই ০৫.৫৫.৩২০০.০১০.২১.০০৭.২০২০.১১৭ নং স্বারকে উক্ত জমির মৌজা জমির শ্রেণিভিত্তিতে জমির মূল্য নির্ধারণ করেছে

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ইতিমধ্যে খামারটি রংপুর চিনিকলের নিয়ন্ত্রণাধীন হওয়ায় চিনিকলের নামানুসারে ইপিজেড এর নামকরণ করেছে রংপুর ইপিজেড (আরইপিজেড) ইতোমধ্যে স্থাপনের প্রাথমিক কাজের অংশ হিসেবে শিল্পমন্ত্রণালয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৫ মে আরইপিজেড এর নামে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া -ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পাশে ৩টি সাইনবোর্ড লাগানোর কারণে এলাকায় বইছে আনন্দের বন্যা

আরইপিজেড সংলগ্ন কাইয়াগঞ্জ গ্রামের আমির হোসেন বলেন, কাজের জন্য আগে ছেলে-মেয়েদের ঢাকা পাঠাতাম এখানে ইপিজেড নির্মাণ সম্পন্ন হলে তারা এখানেই তাদের কাজ পাবে

কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে আরইপিজেড বাস্তবায়ন হলে এই এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে

গেবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন, সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারে এই ইপিজেড স্থাপনে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সে মোতাবেক বেপজা তাদের যাবতীয় কার্যক্রম এগিয়ে নিয়েছে

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, আরইপিজেড নির্মাণ উৎপাদন কার্যক্রম শুরু করলে মঙ্গাপীড়িত জনপদ দেশের আর্থসামাজিক উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সমগ্র গাইবান্ধা জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এখানে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে