শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​​​​​​​সুবর্ণচরের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
  ২৩ জুন ২০২২, ১৬:৩৮

"পুলিশই জনতা-জনতাই পুলিশ" শ্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বার থানার আয়োজনে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার সকালে চরজব্বার থানার উন্মুক্ত স্থানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার চরজব্বার হাতিয়া থানার সার্কেল আমান উল্যাহ এসময় উপস্থিত ছিলেন ,জেলা আওয়ামীলীগ সদস্য ডা. আবদুর রব, চরজব্বার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মীর হোসেন, চরজব্বার থানা ওসি তদন্ত মো. জাকির হোসেন প্রমূখ

প্রধান অতিথি আমান উল্যাহ বলেন, আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা জেনে, সকলের মতামত নিয়ে জনগনের সেবার মান আরও বাড়াতেওপেন হাউজ ডেনামে এই জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে

কোন ভুক্তভোগী তাঁর কাঙ্খিত সেবা সঠিক ভাবে পেয়েছেন কি-না তা এখানে সবার সম্মুখে পর্যালোচনা করা হয়কতজন সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা শুনে তাদের সেবা দিতে পেরেছি তার উপর নির্ভর করে এই অনুষ্ঠানের সফলতা

তিনি আরো বলেন, জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশকে যেমনি শতভাগ পেশাদারিত্বের সাথে আন্তরিকতা নিয়ে দেশমাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তেমনি জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে পুলিশ জনগণের পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন ছাড়া শতভাগ পুলিশি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, ইমাম, গ্রাম পুলিশ, মান্যগণ্য ব্যক্তিবর্গ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে