বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ২৩ জুন ২০২২, ১৬:৪১
আপডেট  : ২৩ জুন ২০২২, ১৬:৫৮

দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২১-২২ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ৫টি এস.এম.ই কৃষক দলের সদস্যদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার বরাতীপুর দরগাপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মমদেল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরাতিপুর এস.এম.ই কৃষক দলে সভাপতি মনোয়ার হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠিত মাঠ দিবসে ৫টি এস.এম.ই কৃষক দলের ৫০জন কৃষক অংশ গ্রহণ করেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে