পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
প্রকাশ | ২৩ জুন ২০২২, ২০:৪৩ | আপডেট: ২৩ জুন ২০২২, ২১:০৮

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
এতে বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, ও মাজহারুল ইসলাম মাসুম, মোঃ মজিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠের নির্মিত প্যান্ডেল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেব। এ উপলক্ষে এ প্যান্ডেলে তিন দিন ব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যাযাদি/এস