ডুমুরিয়ায় আ'লীগের ৭৩ তম জন্মদিন পালিত
প্রকাশ | ২৩ জুন ২০২২, ২১:০৮

খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলায় এবং বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীরা র্যালি, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯ টায় গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ গুটুদিয়া মোড়ে রাসেল স্মৃতি সংসদ ক্লাবে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। ইউনিয়ন আ'লীগের আহবান কাজী আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন এমএম সুলতান আহমেদ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, পরিতোষ সরকার, সুকৃতি মন্ডল, নুরো হালদার, শেখ শাহিন, মঞ্জু মোড়ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সরদার মাসুদ রানা।
যাযাদি/এস