ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য আর্ন্তজাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠী মার্কিনীদের নেতৃত্বে বাংলাদেশের পা-চাটুকারেরা বন্ধুবন্ধুকে হত্যা করেছিল। তাদের নেতৃত্ব দিয়েছিলো আমাদের দলের কুলাঙ্গার খন্দকার মোস্তাক।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা হতাশার মধ্যে পরে যাই। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছিলাম। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের চুড়ান্ত শিখরে পৌছাতে যুদ্ধ করে যাচ্ছি। এই যুদ্ধে সবাইকে দুঢ়তার সাথে পাশে থাকার আহবান জানাই।
সভায় জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd