শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​​​​​​​মহাসড়কের পাশে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীকে ৩মাস ধরে সেবা করছেন সার্জেন্ট মুজাহিদ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  ৩০ জুন ২০২২, ১৮:০২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধী এক ব্যাক্তি নাম জানতে চাইলে বলে মানিক চান কিছুক্ষন পর বলে অন্য আরেক নাম কয়েক মাস পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় দেখা যায় মানিক চানকে সেখানে দীর্ঘদিন মানবেতর জীবন যাপনের দৃশ্য চোখে পড়ে মহাসড়কে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা জেলা পুলিশের দাউদকান্দি জোনে কর্মরত মানবিক পুলিশ কর্মকর্তা সাজেন মুজাহিদের

তিনি প্রথমে মানিক চানের জন্য লুঙ্গী,গামছাসহ যাবতীয় পোষাক ক্রয় করেন, সড়কের পাশে একচালা ঘরে যেখানে মানিকচান বসে থাকেন সেখানে মানবিক সার্জেন্ট মুজাহিদ তিন মাস যাবৎ প্রতিদিন তিন বেলা খাবারের ব্যাবস্থা করে আসছে পাশের দোকানে মানিক চানের জন্য বলে দেয়া হয়েছে,যা খেতে চাইবে দেয়ার জন্য প্রতিদিন এসে তার বকেয়া পরিশোক করেন সার্জেন্ট মুজাহিদ মানিক চান অনেক সময় অভিমানও করে তখন আদর দিয়ে খাবার মুখে তুলে দিয়ে অনেক শান্তি অনুভব করেন সার্জেন্ট মুজাহিদ

সরেজমিনে গেলে পথচারীরা জানান,পুলিশের এক সার্জেন্ট এই প্রতিবন্ধী ব্যাক্তিকে সেবা করতে দেখি মানুষ অনেক সময় পুলিশকে নিয়ে নানান মন্তব্য করতে দেখি কিন্তুু এই পুলিশ সার্জেন্ট মুজাহিদ সত্যি একজন মানবিক পুলিশ কর্মকর্তা ব্যাপারে সার্জেন্ট মুজাহিদের সাথে কথা হলে তিনি জানান,আল্লাহ রাব্বুল আল-আমীন আমাকে মানসিক প্রতিবন্ধী মানিক চান কাকাকে সেবা করার সুযোগ দিয়েছেন এটাও আল্লাহ পাকের ইশারা আজকে আমার বাবাকে এভাবে রাস্তায় পরে থাকতে দেখলে আমি কি করতার

আমি সন্তান হিসেবে যা করতাম, এখনও তাই করছি তবে উনি সঠিক ভাবে ওনার বাড়ির ঠিকানা বলতে পারে না এটাই সমস্যা মানুষ হিসেবে সবাইকে অসহায়, ভবগুরে প্রতিবন্ধীদের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব আমি তিনমাস যাবৎ তার ভরন পোষন করিয়ে আসছি,আল্লাহ যতদিন আমার কপালে রাখে আমি তাকে দেখে রাখবো

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে