​​​​​​​ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ৩০ জুন ২০২২, ১৯:১৮

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় গ্রামীন আর্থ-সামাজিক- উন্নয়ন সমৃদ্ধির লক্ষ্যে উপজেলার পর্যটন উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের জন্য গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা ৩০ জুন বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়

 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও

 

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল আরিফিন, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি

 

কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আরজু, ... কাউছার এমরান, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা, প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ

 

কর্মশালায় সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও  বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা নেই তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়নে মানুষের চিত্ত বিনোদনের জন্য পর্যটন এলাকা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন

 

সভায় সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে দিয়ে প্রবাহিত টাউন খালটিকে পরিষ্কার-পরিচ্ছন খনন করে মানুষের চিত্ত বিনোদন স্পট হিসেবে গড়ে তোলার কাজ চলছে তিনি বলেন, ইতিমধ্যেই খালপাড়ের ১০১জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে তিনি বলেন, এছাড়াও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদীর পূর্বপাড়ে শেখ হাসিনা সড়কের পাশে পর্যটন এলাকা তিতাস নদীতে ভ্রমন পিয়াসুদের জন্য নৌকা চালুর ব্যবস্থা করা হবে

 

যাযাদি/এস