​​​​​​​মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

প্রকাশ | ৩০ জুন ২০২২, ২০:২১

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

 

 

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্য্য নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন।

 

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দিকী, ওসি তদন্ত মাহাবুবুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খাঁন আজম, সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দীন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধায়নে  ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার

উদ্দীন খাঁন আজম ও গীতা পাঠ করেন সাংবাদিক অশোক কুমার বিশ্বাস । পরে প্রেসক্লাবের উন্নয়ন কল্পে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন এস এম ইয়াকুব আলী।

 

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের আয়না। সাংবাদিকরা সমাজের অবহেলিত, বঞ্চিত ও অসহায় মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। তাদের লেখনির মাধ্যমে সমাজ, জাতি ও দেশের উন্নতি হয়। সর্বোপরি জাতির উন্নয়ন ও দেশের কল্যানে সাংবাদিকরা সর্বদা নিয়োজিত।

 

উল্লেখ্য, গত ১৮ই মার্চ মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

 

 

 

 

যাযাদি/এসএস