বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​সিঙ্গাইর পৌরসভার ২৯ কোটি ১২ লাখ টাকার বাজেট ঘোষণা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ৩০ জুন ২০২২, ২১:০৬

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের ২৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৯২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে নতুন কোনো করারোপ ছাড়া বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ টার দিকে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবু নাঈম মো: বাশার

ঘোষিত বাজেটে রাজস্ব উন্নয়ন খ্যাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৯ কোটি ১২ লাখ ২৫ হাজার ৯২৫ টাকা আর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি লাখ ৭০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে কোটি লাখ ৫৫ হাজার ৯২৫ টাকা

বাজেট ঘোষণা উপলক্ষে পৌর কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয় পৌর মেয়র আবু নাঈম মো: বাশারের সভাপতিত্বে-এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মুহাম্মদ শফিকুল ইসলাম পৌর সচিব বেগম ইরানি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, পুলিশ পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্যা, পল্লী বিদ্যুৎ সমিতি সিঙ্গাইর জোনাল অফিসের ডিজিএম সফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. শহিদুর রহমান, মো. সায়েদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হক প্রমুখ

মেয়র আবু নাঈম মো: বাশার বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে পৌরবাসীর জীবনমান উন্নয়নে নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছি প্রস্তাবিত বাজেটে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিশুদ্ধ পানি সরবরাহ কাজের গুরুত্ব দেওয়া হয়েছে সিঙ্গাইরকে সবার জন্য বাসযোগ্য একটি উন্নত গ্রীন শহর হিসেবে গড়ে তুলতে সব শ্রেনীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি

এসময় সকল পৌর কাউন্সিলর, কর্মকর্তা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে