শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
​​​​​​​ব্রাহ্মণবাড়িয়ায় বিআরডিবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

যে কোন বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ৩০ জুন ২০২২, ২১:৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় বিআরডিবির জেলার কসবা, বাঞ্ছারামপুর নবীনগর উপজেলার দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন বাজারজাতকরন কর্মসূচীর আওতাধীন দলের তিনদিনব্যাপী দলনেতাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে

বিকেলে সদর উপজেলার বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম

বিআরডিবি, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মুহম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক--আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, যে কোন বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই যে কোন কাজে হাতে-কলমে প্রশিক্ষন নিলে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে তিনি তিনবিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল ফসল ফলানোর জন্য দলনেতাদের প্রতি আহবান জানান

এর আগে গত ২৮ জুন তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয় বিআরডিবির ভারপ্রাপ্ত মহাপরিচালক এস.এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে তিনদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছিলেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)

তিনদিনব্যাপী কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৪০জন দলনেতা অংশ গ্রহন করেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম তাদের মধ্যে সনদপত্র পুরষ্কার বিতরণ করেন

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে