​​​​​​​নেত্রকোনা ৩১ বিজিবির মেডিকেল ক্যাম্পে ১২’শ জনের ফ্রি চিকিৎসা

প্রকাশ | ৩০ জুন ২০২২, ২২:০৭

চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

 

 

নেত্রকোনা ৩১ বিজিবির অধীনস্থ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বন্যদূর্গতদের বৃহস্পতিবার দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিজিবি সদর দপ্তরের চিকিৎসা শাখার দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার ময়মনসিংহের তত্বাবধানে মধ্যনগর থানা প্রাঙ্গনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়

 

 দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া, মেডিকেল অফিসারষ্টাফ অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

    নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, মেডিকেল ক্যাম্পে হাজার ২০০ জন মানুষের পরীক্ষা নিরীক্ষার পর রোগ অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসেবা, ৬৫টি গ্রুপের ২১ হাজার ৫০০ পিস ট্যাবলেট, ক্যাপসুল সিরাপ ক্রীম বিনামূল্যে বিতরন করা হয়   

 

যাযাদি/এস