বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা: গাজীপুরে পজেটিভ হার ২৮ শতাংশ 

গাজীপুর প্রতিনিধি
  ০১ জুলাই ২০২২, ২০:৫৫

গত ২৪ঘন্টায় গাজীপুরে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩০জনে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮শতাংশ। শুক্রবার গাজীপুর শহরে রথ যাত্রা ও রথ মেলার উদ্বোধনী দিনে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। তাদের মধ্যে সিংহভাগেই মাস্ক ব্যবহার তথা স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা নেই। এ অনুষ্ঠান ছাড়াও গাজীপুরে কলকারখানাসহ হাট-বাজারেও একই অবস্থা বিরাজ করছে। এতে গাজীপুরে করোনা সনাক্তের হার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো, সাইফুল ইসলাম শুক্রবার জানান, গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে দেখা গেছে গাজীপুরে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩০জনে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮শতাংশ। এ সময়ে কোন করোনা রোগী মারা যাননি। এ যাবৎ গাজীপুরে ১লাখ ৬২হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৯হাজার ৩৭৪ জনে করোনা পজেটিভ হয়েছে। তাদের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ২৮হাজার ৬৯১জন এবং মোট মারা গেছেন ৫১৯জন করোনা রোগী। গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, করোনা নিয়ে মানুষের মধ্যে ভয় কমে গেছে। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা ভ্যাকসিনও নিচ্ছেন না। তাই গাজীপুরে আবারও করোনা সংক্রমনের হার বাড়ছে। আমরা সর্বদাই মানুষদের সচেতনতামূল ও করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাচ্ছি। কিন্তু করোনা নিয়ে মানুষের মধ্যে গাঁ ছাড়া ভাব লক্ষ্য করা গেছে।

শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গাজীপুর শহরে রথ যাত্রা ও রথ মেলার উদ্বোধনী দিনে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। তাদের মধ্যে সিংহভাগেই মাস্ক ব্যবহার করেননি তথা স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা নেই। রথযাত্রা-রথমেলা ছাড়াও গাজীপুরে কলকারখানাসহ হাট-বাজারেও একই অবস্থা বিরাজ করছে। এতে গাজীপুরে করোনা সনাক্তের হার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে