পরশুরাম ডায়াবেটিস হাসপাতালের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশ | ০২ জুলাই ২০২২, ১১:১৬

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

পরশুরাম হোসনে আরা বেগম (রানী) চৌধুরী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের  সাথে পরশুরামের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কুঁড়েঘর  ফাউন্ডেশনের দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মীর আহমেদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল খালেক কন্ডাক্টর,কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি নুর মোস্তফা জীবন, সাধারণ সম্পাদক কাউসার আলম বক্তব্য রাখেন। এছাড়াও ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্য  ও কুঁড়েঘর ফাউন্ডেশনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএইচ