শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্বধলায় লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২২, ২১:৪২

নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার উপজেলার ঘাগড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ময়মনসিংহ জেলার উদ্যোগে পূর্বধলা হেল্পলাইন এর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ৩১৫এ- এর লায়ন্স লিডার সিদ্দিকুর রহমান ভূঁইয়া, লায়ন্স আবদুল্লাহ আল মনসুর ফারুক, লায়ন্স মনিরুজ্জামান, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: রেজু মিয়া আকন্দ, ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাও: আবু তাহের, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব প্রমুখ।

লায়ন্স ক্লাব ময়মনসিংহ জেলার ট্রেজারার মো: উসমান গণি সুমন জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাউল, কেজি মশুর ডাল, কেজি সয়াবিন তেল, ৫০০গ্রাম গুড়া দুধ, প্যাকেট চা পাতা, কেজি আলু, কেজি লবণ, খাবার স্যালাইন ৫টি, পিঁয়াজ, লবন, আলু, খাবার স্যালাইন পানির বোতল দেওয়া হয়। সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য চন্দ্র বর্মণ, সহকারি শিক্ষক আ. হামিদ, কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ চন্দ্র সরকার, এমদাদুল ইসলাম কামাল পূর্বধলা হেল্পলাইনের সদস্যবৃন্দ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে