বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিষ প্রয়োগে কুকুর হত্যা : বিশ হাজার টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৩ জুলাই ২০২২, ২১:৪৫

চুয়াডাঙ্গায় বিষ প্রয়োগ করে কুকুর হত্যার ঘটনায় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর ২ টার দিকে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দন্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার শামীম ভুইয়া।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সদর উপজেলার বেলগাছি গ্রামের কদর আলীর ছেলে মাসুম বিল্লাহ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া জানান, সম্প্রতি সদর উপজেলার বেলগাছি গ্রামের মাসুম বিল্লাহর বাড়ি থেকে একটি মুরগি ধরে খায় একটি কুকুর। এতে ক্ষীপ্ত হয়ে গত বুধবার বিকেলে ভাতের সাথে দানাদার বিষ মিশিয়ে ৬ টি কুকুরকে খেতে দেন তিনি। এ সময় পর্যায়ক্রমে ৫টি কুকুর মারা যায়। অসুস্থ হয়ে পড়ে ১টি কুকুর। ওই ঘটনায় পরদিন একটি লিখিত অভিযোগ দেন বন্যপ্রাণি সংরক্ষণে কাজ করা সংগঠন 'পানকৌড়ি'র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল। ওই ঘটনার পর শাস্তির ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাসুম। অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের মাধ্যমে মাসুম আলীকে তলব করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণিকল্যাণ আইন ২০২৯ এর ১৯/১১ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে