ট্রেনের বগি “বর্ণমালা” দিয়ে চিহ্নিত করতে রেলওয়ের ডিজিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের চিঠি

প্রকাশ | ০৩ জুলাই ২০২২, ২১:৪৭

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

“বর্ণমালা” দিয়ে ট্রেনের বগি চিহ্নিত করতে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।  গত ২৮ জুন স্বাক্ষর করা এই চিঠিটি আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।


রেলওয়ের মহাপরিচালকের কাছে লেখা চিঠিতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম উল্লেখ করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়া ট্রেনগুলোর বগি বর্ণমালা দিয়ে চিহ্নিত না থাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতিতে যাত্রীরা ট্রেন উঠতে ভোগান্তির শিকার হন। যে কোনো বগির ভেতর দিয়ে গিয়ে নিজ নিজ আসন বের করা সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। যাত্রীদের হয়রানি লাঘবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ের মহাপরিচালকে অনুরোধ করেন তিনি।


এখানে উল্লেখ্য, বিভিন্ন  ট্রেনের বগি বর্ণমালা দিয়ে চিহ্নিত থাকে না। কখনো কখনো চক দিয়ে লেখা মুছে যায়। এছাড়া বর্ণমালার সিরিয়াল না থাকায় দুর্ভোগ পোহান যাত্রীরা।

 

যাযাদি/ এস