শেরপুরের নকলার চিথলিয়া এলাকায় পার্শ্ববর্তী পুকুরপাড়ে কচুর লতা তুলতে গিয়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন তিন সন্তানের জননী কমলা বেগম (৪৫)।
সোমবার (৪জুলাই) অনুমান বিকেল ৪ ঘটিকার সময় চিথলিয়ার চৌড়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। সে একই এলাকার হোসেন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী জানায়, হোসেন আলী ও কমলা বেগম দুজনই ভিক্ষাবৃত্তি করে কোনো মতে সংসার চালায়। চিথলিয়ার চৌড়াবাড়ির মোজাম্মেলের পুকুর ওই এলাকার জুয়েম ও ময়নাল মাছ চাষ করে। মোজাম্মেলের বাড়ি থেকে ডি-১১ তারের বিদ্যুতের সংযোগ খুঁটি বিহীন মাটির উপর দিয়ে পুকুর পাড়ে নিয়ে রাখে। কমলা বেগম বিকেলে রাতের খাবারের ব্যবস্থার জন্য পুকুরপাড়ে কচুর লতা তুলতে গেলে তার অজান্তে মাটিতে পড়ে থাকা খোলা তারে জড়িয়ে মরে পড়ে থাকে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতের মরদেহ পুলিশ থানায় নিয়ে আসে। এ ব্যপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান।
যাযাদি/ এম
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd